চবি প্রফেসর ড. মুনিরুল ইসলামের ইন্তেকাল

চবি প্রতিনিধি ম | সোমবার , ১৬ মে, ২০২২ at ৩:২৪ পূর্বাহ্ণ

চবির রসায়ন বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মুনিরুল ইসলাম গতকাল রোববার সকাল সাড়ে ছয়টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।(ইন্নালিল্লাহে….রাজেউন)।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রফেসর ড. মুনিরুল ইসলাম চবির শহীদ আব্দুর রব হলের প্রথম প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালনসহ প্রশাসনের বিভিন্ন পর্ষদে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে চবি ক্যাম্পাস শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের গম রপ্তানি বন্ধে প্রভাব পড়বে না : খাদ্যমন্ত্রী ভারতের গম রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল রোববার দুপুরে সিলেট সদর খাদ্যগুদাম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত সরকারিভাবে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেনি। বেসরকারিভাবে রপ্তানি বন্ধ রয়েছে। তবে তারা রপ্তানি বন্ধ করলেও তাতে বাংলাদেশের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। খবর বিডিনিউজের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বাংলাদেশে গম আমদানির সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছিল ভারত। দাবদাহে উৎপাদন হ্রাস ও মূল্য বৃদ্ধির কারণে আকস্মিকভাবে গম রপ্তানি নিষিদ্ধ করেছে দেশটি। অভ্যন্তরীণ বাজারে দাম কমানোর লক্ষ্যে শনিবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। বিশ্বে গম রপ্তানিতে ভারত দ্বিতীয় বৃহৎ রাষ্ট্র। বিশ্বে গম রপ্তানিকারক শীর্ষ দেশগুলোর দুটি ইউক্রেন ও রাশিয়া এখন যুদ্ধে রয়েছে, যারা বিশ্ববাজারে এক-তৃতীয়াংশ গমের জোগান দেয়। তবে এ ব্যাপারে ভারতের সরকার বলছে, যেসব রপ্তানি আদেশ আগেই হয়েছে, সেসব দেশ গম পাবে। যেসব দেশ খাদ্য নিরাপত্তায় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে, তাদের ক্ষেত্রেও রপ্তানির অনুমতি তারা দেবে। মন্ত্রী বলেন, গত এক বছর থেকে আমরা বিদেশ থেকে কোনো চাল আমদানি করিনি। আমাদের কৃষকদের উৎপাদিত ধান দিয়েই চালের চাহিদা মিটছে। তবে গম আমাদের দেশে হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়। গম আমদানি করা হতো ইউক্রেন ও রাশিয়া থেকে। কিন্তু এ দুই দেশের যুদ্ধের সময়ে আমরা সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ৩ লাখ মেট্রিক টন গম আমদানি করেছি। পরবর্তীতে যা দরকার তাও ভারত থেকে আমদানি করা হবে।
পরবর্তী নিবন্ধহাটে কচুর লতি বিক্রি করছেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক!