চবি : পরীক্ষা স্থগিত করায় আন্দোলনে শিক্ষার্থীরা

প্রক্টরের সামনে এক শিক্ষার্থীকে পেটালেন ছাত্রলীগ কর্মী

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

সকল প্রকার পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ আন্দোলন শুরু হয়। পরে বঙ্গবন্ধু চত্বরে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এদিকে দুপুর দুইটার দিকে প্রক্টর কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে আন্দোলনরত শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাবকে প্রক্টর, সহকারী প্রক্টরসহ শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সামনে পিটিয়েছেন মুজাহিদ চৌধুরী নামে এক ছাত্রলীগ কর্মী। সাধারণ শিক্ষার্থীরা জানান, পরীক্ষাকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা চলে এসেছেন। হল খোলা না থাকায় চট্টগ্রাম শহরসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশে কটেজগুলোতে থেকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীদের মানসিক চাপ বেড়েছে। তাই তারা আন্দোলনে নেমেছেন। এদিকে প্রক্টর কার্যালয়ের শিক্ষার্থীকে মারধর ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা স্থগিতের আদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে গেলে সেখানে বাম সংগঠন ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় শাহ মোহাম্মদ শিহাব ও অর্থনীতি বিভাগের ছাত্র দেওয়ান তাহমিদকে হুমকি ধমকি দিতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
মারধরের শিকার শাহ মোহাম্মদ শিহাব বলেন, কথা বলার এক পর্যায়ে একটা কল আসছিল সেজন্য মোবাইল বের করেছিলাম। তখন মোবাইল বের করেছি কেন তা বলে হুট করে তাদের মধ্যে একজন চড়াও হয় আমার ওপর। তবে পরে তারা বলেছে অনাকাঙ্খিত ভাবে এটি ঘটে গেছে। প্রক্টর স্যার আশ্বাস দিয়েছেন, বলেছেন যে বিষয়টা দেখবেন।
মারধরের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘আমি ছাত্রদের সঙ্গে কথা বলছিলাম, এসময় একজন ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। আমরা তাকে শনাক্ত করেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্রলীগকর্মী মুজাহিদ চৌধুরী মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, এ ধরণের কোনো ঘটনা আমি ঘটাইনি। ওখানে ছেলেরা বাকবিতণ্ডা করছিল, তখন আমি সরিয়ে দিয়েছি।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, তারা সবাই সাধারণ ছাত্র হিসেবেই পরীক্ষা স্থগিতের প্রতিবাদ করতে গিয়েছিল। কিন্তু ওখানে গিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে আমরা সমাধান করে দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধদলীয় মনোনয়নে আওয়ামী লীগের নতুন নির্দেশনা
পরবর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তিন দিনের আলটিমেটাম