চবি নারী শিক্ষার্থীদের মানববন্ধন

হিজাব নিয়ে রাবি শিক্ষকের কটাক্ষের প্রতিবাদ

চবি প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন পোশাকের স্বাধীনতা নিয়ে ফেসবুকে একটি বিদ্বেষমূলক পোস্ট করেন। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ মানববন্ধন করেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নারী শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে এ মানববন্ধন আয়োজিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন চাকসুর নবনির্বাচিত ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাখা ছাত্রীসংস্থার সেক্রেটারি নাহিমা আক্তার দ্বীপা, সহছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, সহদপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাতসহ নারী শিক্ষার্থীদের হল সংসদের প্রতিনিধিবৃন্দ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহদপ্তর সম্পাদক জান্নাতুল নুসরাত আদন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের জিএস নাজিফা তাসফিয়াহ, বেগম খালেদা জিয়া হল সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিশাত সালসাবিল সিকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর কর্মশালা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসির মাহফিল শুরু আজ