চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হবে থেরাপিউটিক থিয়েটার বিষয়ক তিনদিন ব্যাপী কর্মশালা।
আগামী ১৬, ১৭ ও ১৮ অক্টোবর তিনদিন ব্যাপী থেরাপিউটিক থিয়েটার বিষয়ক কর্মশালা চবির নাট্যকলা বিভাগ এরএমএ (চূড়ান্ত) (২০২০-২০২১) শিক্ষাবর্ষের Applied Theatre Practice & Field Work কোর্সের অংশ হিসেবে নাট্যকলা বিভাগে অনুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবে বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট। এতে অংশগ্রহণ করবেন নাট্যকলা বিভাগের এম.এ. (চূড়ান্ত) (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
তিনদিন ব্যাপী এই কর্মশালা উদ্বোধন করবেন নাট্যকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শাকিলা তাসমিন। এছাড়াও তিন দিনের কর্মশালায় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন বিভাগের কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মামুনুল হক। তিন দিনের কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কর্মশালা সমাপ্তির পর সনদ বিতরণ করা হবে।