চবি নজরুল গবেষণা কেন্দ্রের বিশেষ সেমিনার আজ

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:২০ অপরাহ্ণ

কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের বিশেষ সেমিনার, পুরস্কার প্রদান ও সংগীতানুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে (লেকচার গ্যালারি) সেমিনারে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি থাকবেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। সভাপতিত্ব করবেন নজরুল গবেষণা কেন্দ্র, চবির পরিচালক কবি অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক।

সেমিনারে ‘ঔপনিবেশিক আধুনিকতার ‘অপর’ ও নজরুল সাহিত্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। শেষে নজরুল সংগীত পরিবেশন করবেন শিল্পী তনুশ্রী দাস।

উল্লেখ্য, কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীতে নজরুল গবেষণা কেন্দ্র ইতোপূর্বে নজরুলগীতি, নজরুলের কবিতা আবৃত্তি ও নজরুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এ তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা ১ম, ২য় ও তৃতীয় হয়েছেন তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। ‘নজরুল ও অন্যান্য’ শীর্ষক গবেষণাগ্রন্থ’ প্রণয়নের জন্য অধ্যাপক ড. নুরুল আমিন ও ‘নজরুলের নাট্যসমীক্ষা’ শীর্ষক গবেষণাগ্রন্থ’ রচনার জন্য অধ্যাপক ড. শারমিন মুস্তারীকে দেয়া হবে ‘নজরুল অ্যাওয়ার্ড ২০২৫। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের বিজয় নিশ্চিতে আমরা নতুন এক যুদ্ধের পথে
পরবর্তী নিবন্ধসব ফোরাম ঐক্যবদ্ধ থাকলে ব্যবসায়ীদের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব