চবি দর্শন বিভাগ সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যাচ প্রতিনিধিদের সভা

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব মহাসমারোহে উদযাপনের লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পঞ্চম তলায় বিভাগের বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়। দর্শন বিভাগের চেয়ারম্যান ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রেজিস্ট্রেশন উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, চবি দর্শন অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর মনসুর উদ্দিন আহমদ, অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ, সাবেক শিক্ষার্থী সেলিম উদ্দিন, এস এম মইনউদ্দিন আহমেদ চৌধুরী, এ এস এম নাজমুল হাছান, চৌধুরী রিয়াদ, ঐশ্বরিয়া দেবনাথ, ইমতিয়াজ আহমেদ, ইসমাইল হোসেন, বাবুল, জাকির হোসেন, সৈকত বড়ুয়া, তাহমিনা আফরোজ, মাহবুবুর রহমান, ইরফানুল সাজ্জাদ ও নাদিম হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ। বিভাগীয় শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. শিরিন আকতার, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, জওশন আরা জলি ও মোহাম্মদ নাজেমুল আলম।

উল্লেখ্য, ২৮ অক্টোবর অনুষ্ঠেয় মিলনমেলায় অংশ নেওয়ার জন্য যঃঃঢ়ং://পঁঢ়যরষড়ংড়ঢ়যু.পড়স এই পোর্টালে প্রবেশ করে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সহজেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনকে সুফি সেন্টারের সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের ফলাফল