বিশ্ব দর্শন দিবস উপলক্ষে চবি দর্শন বিভাগ এবং চিটাগং ইউনিভার্সিটি ফিলোসোফি ক্লাবের (সিইউপিসি) যৌথ উদ্যোগে ফিলোসোফি উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘ন্যায়বিচারের দর্শন : বৈষম্য বিরোধী নীতি’ প্রতিপাদ্যে দিনব্যাপী ফিলোসোফি উৎসব উদযাপিত হয়। এ উপলক্ষে র্যালি শেষে চবি উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
প্রধান অতিথি বলেন, মানবজীবনের যত পরিবর্তন হয়েছে সকল পরিবর্তনের পিছনে যে মৌল দর্শন বা চিন্তা ছিল সেটাই দার্শনিকদের চিন্তা থেকে এসেছে। আর এ দর্শন বা চিন্তা শুধু একাডেমিক বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে উঠুক। আপনাদের সকলের চিন্তার জগতকে আরও অবারিত করুন। দেশের সকল সমস্যা সমাধানে এ দর্শন বা দার্শনিকদের ভূমিকা রাখা উচিত। বাংলাদেশকে অনন্য পর্যায়ে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান আলোচক ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. এফ.এম. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর ড. নূসরত জাহান কাজল, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, প্রফেসর ড. মো. কোরবান আলী, প্রফেসর ড. আকিকুল হক, প্রফেসর ড. মাসুম আহমেদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সামসুন নাহার মিতুল, ড. শিরিন আকতার, মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জওশন আরা জলি, মো. রোমান মিয়া, শাহ জুলকার নাঈন, প্রভাষক মো. মীর হোসেন মজুমদার, আহাসানুল্লাহ রাফি, বাপ্পারাজ হাওলাদার প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহীম হোসেন রনি ও সহ–সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক। স্বাগত বক্তব্য রাখেন ফিলোসোফি ফেস্টের আহ্বায়ক মিজানুর রহমান, ফিলোসোফি ক্লাবের সহ–সভাপতি নাজিফা যাহীন ফাইজাহ ও ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিনা আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশফিয়া বিনতে মিরন ও মাহাবুবুল হাসান।











