চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৮ অক্টোবর দিনব্যাপী মিলনমেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উপলক্ষে গত ১৫ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবের আলহাজ সুলতান আহম্মেদ মিলনায়তনে অনলাইন পোর্টালের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন সূচিত হয়। বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা কেক কেটে রেজিস্ট্রেশন উদ্বোধন করেন।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, চবি দর্শন অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর মনসুর উদ্দিন আহমদ ও উদযাপন কমিটির উপদেষ্টা প্রফেসর ড. মোজাফফর আহমদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্যসচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ। উল্লেখ্য, ২৮ অক্টোবর অনুষ্ঠেয় মিলনমেলায় অংশ নেওয়ার জন্য বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সহজেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. এফ. এম. এনায়েত হোসেন, প্রফেসর ড. আকিকুল হক, ড. শিরিন আকতার, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মো. রোমান মিয়া, শাহ্ জুলকার নাঈন ও মোহাম্মদ নাজেমুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।