চবি ডে-কেয়ার সেন্টারের প্লে-গ্রাউন্ড উদ্বোধন

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেকেয়ার সেন্টারে শিশুদের জন্য নবনির্মিত প্লেগ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার প্লেগ্রাউন্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

উদ্বোধন শেষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার ডেকেয়ার সেন্টারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, চবির নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করেই ডেকেয়ার সেন্টারের মাধ্যমে শিশুদের দেখাশোনার সেবা প্রদান করা হচ্ছে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ডেকেয়ার সেন্টারে একটি প্লেগ্রাউন্ড স্থাপন করা হয়েছে, যা তাদের জন্য সহায়ক হবে।

পূর্ববর্তী নিবন্ধরিভারস্টোন রেস্টুরেন্টের বর্ষপূর্তি উদযাপিত
পরবর্তী নিবন্ধপেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান