চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা গতকাল বুধবার সমাজ বিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, মো. সাখাওয়াত হোসেন, প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং সহকারী অধ্যাপক কাজী তাসলিমা নাসরিন জেরিন। বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক গোলাম সারওয়ার ও ফারহানা ইয়াছমিন।
উপ–উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান আহরণ, সৃজন ও বিতরণের সর্বোচ্চ বিদ্যাপীঠ। নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সুযোগ–সুবিধাকে কাজে লাগিয়ে নিজেদের পরিবার, দেশ ও জাতির কাঙ্খিত আশা–আকাঙ্খা পুরণে সচেষ্ট হবে এটাই প্রত্যাশিত। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও নওরীন আফরোজ এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে আবু সাঈদ ও মো. ওসমান ফারুক রিফাত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসীন হক ও তাসলিমা জান্নাত আইভী। প্রেস বিজ্ঞপ্তি।