চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি–ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) আয়োজনে ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। ফলে ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ থাকবে। এ অবস্থায় ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের বিকল্প সড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
সংবাদ সম্মেলনে প্রক্টর জানান, ভর্তি পরীক্ষার দিন সকাল ৭টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। এ সময় ক্যাম্পাসে প্রবেশপথ হবে একমুখী। সব যানবাহন বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করে সেন্ট্রাল ফিল্ডের বর্ধিত অংশে পার্কিং করবে এবং ক্যাম্পাস থেকে বের হতে হবে ২ নম্বর গেট দিয়ে। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ২২০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর ১১৩ জন সদস্য ও ৬৫ জন ট্রাফিক পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্বে থাকবেন। এছাড়া পরীক্ষার দিন প্রধান চারটি বিভাগে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলরত থাকবেন। প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, ভর্তি পরীক্ষার দিনে প্রায় ২০ হাজার পরীক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করবেন। যাতায়তের সুবিধার্থে প্রবেশমুখী পথ থাকবে মাত্র একটি।
পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ৬টি বিশ্রামাগার ও ৬টি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। অভিভাবকদের জন্য পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা ও ফায়ার সার্ভিসের প্রস্তুতি থাকবে। প্রতিটি ফ্যাকাল্টির সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
অভিভাবকদের ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ৩৭টি অস্থায়ী ওয়াশরুম স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার্থীদের যথাসময়ে ক্যাম্পাসে পৌঁছাতে বিকল্প সড়ক ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।












