চবি ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের কার্যকর ভূমিকা, নিরাপদ ক্যাম্পাসের দাবি ও সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গত মঙ্গলবার ক্যাম্পাসের দুই নম্বর গেইট সংলগ্নে বহিরাগত কর্তৃক এক ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনার জেরে এ মানববন্ধন করেছে সংগঠনটি। গতকাল বুধবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফোরকানুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা অবাধে বিচরণ করছে। শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা বাধাচ্ছে, ছাত্রীদের হেনস্তা করছে। গত রাতে এক ছাত্রীকে অশ্লীল ভাষায় যৌন হেনস্তা করেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেল থাকলেও তা কার্যকর কোন ভূমিকা রাখতে পারছে না। অবিলম্বে হেনস্তাকারী বখাটেকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও যৌন নির্যাতন সেলকে কার্যকর করতে হবে। ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, এখন কোন বিশ্ববিদ্যালয়ই শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। বরিশাল বিশ্ববিদ্যালয়েও রাতের আঁধারে ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পাইনি। তবে তিনটি পরামর্শ দিয়ে একটি চিঠি কিছু শিক্ষার্থীরা সেখানে বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় লাইট লাগানো, সিসি ক্যামরা বসানো এবং বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের কথা বলা হয়েছে। এগুলো সব আমাদের আছে। এটা ক্যাম্পাসের ঘটনা, এজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। যাতে এসব জায়গায় নজরদারি বাড়ানো হয়।

পূর্ববর্তী নিবন্ধঅর্চ্চনা বালা আচার্য
পরবর্তী নিবন্ধট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিধিমালা তৈরির দাবি