চবি ছাত্রলীগ সভাপতি রুবেল ক্যাম্পাসে

মূল ফটকে একাংশের তালা

চবি প্রতিনিধি | শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ক্যাম্পাসে প্রবেশ ও বাইরের লোক নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি করার অভিযোগে মূল ফটকে তালা ঝুলিয়েছে শাখা ছাত্রলীগের উপপক্ষ সিএফসি ও বিজয়ের একাংশের নেতাকর্মীরা। এ সময় তাদের বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় দেশী অস্ত্রশস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। এ সময় তারা ছাত্রলীগের বর্তমান কমিটিকে মেয়াদোত্তীর্ণ বলে নতুন কমিটির দাবি জানান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর প্রায় এক ঘণ্টা পর ১২টার দিকে প্রক্টরিয়াল বডি এসে তালা খুলে দেন। এর কিছুক্ষণ আগে জিরো পয়েন্টে কর্মসূচি করেন রেজাউল হক রুবেল। পরে বিক্ষোভকারীদের তাড়া খেয়ে ক্যাম্পাস ছেড়ে যান বলে বিক্ষোভকারীরা জানালেও তা অস্বীকার করেন রুবেল।

বিক্ষোভকারীরা জানান, শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ক্যাম্পাসে এসে নিজ কর্মীদের সাথে অভ্যন্তরীণ মিটিং করেন। অবাঞ্ছিত ঘোষণার পরও তার ক্যাম্পাসে প্রবেশের কারণে মূল ফটক আটকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা। এছাড়া বাইরের লোক নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি করার অভিযোগও করেন তারা।

শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসির একাংশের নেতা সাদাফ খান আজাদীকে বলেন, সভাপতি রুবেলকে অবাঞ্ছিত ঘোষণা করার পরও সে ক্যাম্পাসে এসেছে এবং তার কর্মীদের সাথে মিটিং করেছে। সেজন্য আমরা তাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে বিক্ষোভ মিছিল করেছি। এসময় অন্যান্য গ্রুপের অনেকেই ছিলো।

এসব অভিযোগ অস্বীকার করে রেজাউল হক রুবেল আজাদীকে বলেন, তাদের সব অভিযোগ মিথ্যা। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এসেছিলো। পরে ছাত্রলীগের পোলাপান ও সাধারণ শিক্ষার্থী মিলে তাদের প্রতিহত করেছে। তারা অল্প কিছু সংখ্যক বিচ্ছিন্ন গ্রুপ বলেও তিনি মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধআর প্রতিবাদ সভা করব না, এবার সরাসরি অ্যাকশন : নাছির
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের এনআইডি নিতে বেগ পেতে হবে