চবি ছাত্রলীগ সভাপতি রুবেলকে শোকজ কেন্দ্রীয় ছাত্রলীগের

আজাদী অনলাইন | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১২:৩৯ অপরাহ্ণ

শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

তবে এর কোনো সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত কেন্দ্রীয় ছাত্রলীগের একটি প্যাডে এ নোটিশ প্রদান করা হয়। আগামী ৩ কার্যদিবসের মধ্যে শোকজের উত্তর প্রদানের জন্য রুবেলমে নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রেজাউল হক রুবেল (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা) আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তার উপযুক্ত কারণ সহ লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।”

শোকজের বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, কেন্দ্র থেকে আমাকে কেন শোকজ করা হয়েছে এ বিষয়ে আমি জানি না। আমি আজকে ঢাকা যাচ্ছি। ঢাকা গিয়ে আমি কেন্দ্রীয় নেতাদের সাথে এ বিষয়ে কথা বলব।

পূর্ববর্তী নিবন্ধবাড়ি ফেরার পথে জুমচাষীর ওপর ভাল্লুকের আক্রমণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দিনমজুরের মৃত্যু