শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ সময় তিন কার্য দিবসের মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্যও বলা হয়। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শোকজের বিষয়টি জানানো হয়। যদিও কোন অপরাধের কারণে এ শোকজ নোটিশ দেওয়া হয়েছে বিষয়টি নোটিশে স্পষ্টভাবে বলা হয়নি।
জানা যায়, গত রোববার রাতে হেনস্তার শিকার হওয়া ছাত্রী পরের দিন সোমবার প্রক্টর কার্যালয়ে অভিযোগ দিতে গেলে সেখানে বাধা প্রধান করেন রেজাউল হক রুবেল। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন রুবেল। তিনি বলেন, ওই ছাত্রী হেনস্তার শিকার হওয়ার পর আমিই প্রক্টরকে ফোন দিয়ে বলেছি যে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য। আমি এই অভিযোগ দিতে বাধা দেয়ার কোনো প্রশ্নই আসে না। বিষয়টির সাথে আমাকে জড়িয়ে একটি মহল অপরাজনীতি করছে।
শোকজের বিষয়ে তিনি বলেন, কেন্দ্র থেকে আমাকে কেন শোকজ করা হয়েছে এ বিষয়ে আমি জানি না। আমি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে এ বিষয়ে কথা বলবো।