চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দুই শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা। বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী যৌথ এক বিবৃতিতে এ দাবি জানান।
সংগঠনটির প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্তের স্বাক্ষরে গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়- কোভিড মহামারির এ ক্রান্তিলগ্নে যখন সারাদেশের চিকিৎসক সমাজ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিয়ে হিমশিম খাচ্ছেন ঠিক এমনি সময়ে চমেকে কিছু বিপথগামী ছাত্র কলেজ বন্ধ থাকা সত্ত্বেও অবৈধভাবে ছাত্রাবাসে অবস্থান করে বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় চমেক ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও চিকিৎসাসেবা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল ফজলে রাব্বি সুজন নামের এক বহিরাগত সন্ত্রাসীর নেতৃত্বে চমেকে শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর হামলা চালায়। কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড ও সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মিছিল মিটিং ও চিকিৎসকদের ওপর হামলা করে বেড়াচ্ছে। ফজলে রাব্বি সুজনসহ বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে চিকিৎসকদের এ সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।











