চবি ছাত্রদলের দোয়া মাহফিল

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল রোববার বাদে আসর হাটহাজারী দারুসসালাম হাফেজ খানা ও এতিম খানায় চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, যুগ্ম-সম্পাদক মো. হিসাম উদ্দিন, সাইফুল ইসলাম সায়েম, নকিব উদ্দিন চৌধুরী, মিসবাহ উদ্দিন নাসিম, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব অহিদুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু সাদাত মো. আদিল, আব্দুর রব হলের সদস্য সচিব মামুনুর রশীদ, সহ-সম্পাদক তমাল হোসেন, সদস্য আতিকুর রহমান, ফোরকানুল হামিদ, ছাত্রদল নেতা মো. ইউসুফ, মো. সোয়াইব, মো. কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, হারুন রশিদ, মো. মহসিন, রাশেদ উল্লাহ, মো. শাহজান, আরিফুর রহমানসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নির্বাচনী প্রচারণায় ইসলামী ফ্রন্ট নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধবিএনপির রাজনীতিতে শাহীন ছিলেন ত্যাগী নেতা