চবি ছাত্রদলের চার নেতাকে দল থেকে বহিষ্কার

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের চার নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গতকাল বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চবি ছাত্রদলের সাবেক সহসভাপতি নিউটন দত্ত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নকিব হোসেন চৌধুরী ও আবু শাহদাত মোহাম্মদ আদিলকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনকে প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তারা সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দিয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন চাকসু নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আব্দুল্লাহ আল মামুন আমাদের সদস্য ছিলেন। তিনি চাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। মামুনসহ যে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে সেটা একান্ত কেন্দ্রের সিদ্ধান্ত। এ সম্পর্কে আমি কিছু বলতে পারব না।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের হত্যার ভয় দেখিয়ে দুই বাড়িতে ডাকাতি
পরবর্তী নিবন্ধযে সাত কারণে জুলাই সনদে স্বাক্ষর করবে না বামপন্থি ৪ দল