চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসিম বানু গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর চন্দনপুরা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। অধ্যাপক নাসিম বানু ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে যোগ দেন। ৩৯ বছর শিক্ষকতা শেষে ২০১৩ সালে তিনি অবসরে যান। অধ্যাপক নাসিম বানু ১৯৯৪-৯৭ সাল পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় চকরিয়ার ইলিশা জমিদার বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে অধ্যাপক নাসিম বানুকে পৈতৃক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।