মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত নগরীর চারুকলা ইনস্টিটিউটের সামনের মেহেদীবাগের বাদশা মিয়া সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গতকাল মঙ্গলবার একই দাবিতে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, চারুকলা ক্যাম্পাসে চাই’ বলে জানান। এ নিয়ে আজ বৃহস্পতিবার মূল ক্যাম্পাসে কর্মসূচি করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম আজাদীকে বলেন, আমরা প্রায় ৬ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। আগামীকাল (বৃহস্পতিবার) আমরা মূল ক্যাম্পাসে কর্মসূচি করবো। আমাদের একটাই দাবি–চারুকলা মূল ক্যাম্পাসে চাই। মূল ক্যাম্পাসে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, আমাদের সাথে প্রক্টরিয়াল বডি যোগাযোগ করেছেন। উনারা কাল (বৃহস্পতিবার) উপাচার্যের অফিসে আমাদের যেতে বলেছেন। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের সাথে বসে আমরা আলোচনা করবো। জানা মতে শিক্ষার্থীদের ক্যাম্পাস স্থানান্তরের দাবির সঙ্গে কারো দ্বিমত নেই। তবে মূল ক্যাম্পাসে আনতে হলে সময় প্রয়োজন।
জানা গেছে, মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে এর আগে দুইবার আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। ১১ দাবিতে ২০২২ সালের নভেম্বরে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একপর্যায়ে ইনস্টিটিউট নগরী থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে তারা এক দফা দাবি দেন। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত বছর ২ ফেব্রুয়ারি চারুকলায় সশরীর শ্রেণি কার্যক্রম এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের চারুকলা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ভবন সংস্কারের কথা বলে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। এরপরও শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলন করতে থাকেন। তবে একপর্যায়ে সেশনজট কমাতে গত বছর ৩ মে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। গতকাল থেকে তারা আবার আন্দোলন শুরু করেছেন।