নগরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে। আজ রোববার বিকাল সাড়ে ৩টায় বাদশা মিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, বরেণ্য শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি থাকবেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।
প্রদর্শনী ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভার পাশাপাশি পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া মুর্তজা বশীর স্মৃতি বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের পরিবেশনায় ৩ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপর ৪ ও ৫ ডিসেম্বর হবে সেমিনার।