চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি ব্যবস্থাপনা বিভাগে প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন এসোসিয়েশনের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন পাটওয়ারী। প্রধান বক্তা ছিলেন চবি প্রাক্তন ছাত্রলীগ নেতা চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। সম্মানিত অতিথি ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস. এম. মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক লায়ন মো. আবিদ আলী ভূঁইঞা, পৃষ্ঠপোষক আ.ন.ম. শামীম হাসান, ব্যাংকার জাহাঙ্গীর আলম ফিরোজ।
উপাচার্য বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞান-গবেষণায় সমৃদ্ধ দেশের অন্যতম একটি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। একটি প্রতিযোগিতাপূর্ণ ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পায়। যারা এ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান। তিনি বলেন, তাদের এ সুযোগটা কাজে লাগিয়ে সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে পড়ালেখায় অধিকতর মনোযোগী হয়ে আলোকিত মানুষ হতে হবে। এসোসিয়েশনে সভাপতি মোহাম্মদ মোদাচ্ছির হোসাইনের সভপতিত্বে এবং আফফান ইয়াসিন, আতুন্না জাহান তুষনি এবং শামিয়া রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ যাকারিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












