চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ গণিত সোসাইটির সহায়তায় ২ দিনব্যাপী ২৪তম আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী সেশন গতকাল বৃহস্পতিবার মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন।
প্রধান অতিথি বলেন, গণিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। গবেষণায় এ বিভাগের অনন্য অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে একাডেমিক এঙিলেন্সের জায়গা, গবেষণামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এজন্য আমরা এসব কার্যক্রমকে সব সময় উৎসাহিত করি। উদ্বোধকের বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, গণিত খুবই শক্তিশালী বিভাগ। গণিত বিজ্ঞানের ভিত্তি। তিনি বলেন, ইউজিসি সব সময় গবেষণাকে উৎসাহিত করে। আমি এ কনফারেন্সের সফলতা কামনা করছি। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত সোসাইটির সেক্রেটারি প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর আবু শহীদ মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক রাজীব কর্মকার ও মাসুদ আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।












