চবি গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা যোগ্যতার সঙ্গে কাজ করে যাচ্ছেন

অ্যালামনাই এসোসিয়েশনের অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

| বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে বলেছেন, গণিত এমন এক বিষয়, যা বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। সমকালে এমন কোনো বিষয় পাওয়া যাবে না যেখানে গণিতের সঙ্গে সম্পর্ক নেই। অদূর ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা গণিতের দক্ষতা প্রয়োগ করে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে আন্তর্জাতিক পর্যায়ে তাদের গুরুত্ব বাড়াতে সক্ষম হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা আজ দেশে-বিদেশের বিভিন্ন জায়গায় যোগ্যতার সঙ্গে কাজ করছেন। তাঁরা বিভাগের নাম উজ্জ্বল করে চলেছেন।
তিনি গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমিতে সাক্ষাৎকালে অন্যদের মধ্যে আলোচনায় ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক সাহিত্যিক রাশেদ রউফ, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাজহারুল হক, কর্পোরেট ব্যক্তিত্ব মুহাম্মদ মহসীন চৌধুরী, রামু সরকারি কলেজের গণিতের বিভাগের অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া প্রমুখ। সভায় চবি গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, ৫২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গণিতের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন ও আছেন, তাঁদের সবাইকে একসূত্রে গাঁথার উদ্দেশ্যে অ্যালামনাই এসোসিয়েশনের জন্ম। বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে যাবতীয় গৃহীত কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। যে সকল প্রাক্তন শিক্ষার্থী এখনো অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য হননি, তাদের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন (০১৭১১৩১৮১৫৭)-এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে অর্থ ও বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধজাপা মহাসচিব চুন্নুর সাথে সোলায়মান শেঠের সাক্ষাৎ