চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০২৩ চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান এবং চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। চবি গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফোরকান এবং প্রফেসর ড. টকি ভট্টাচার্য্য। অনুষ্ঠানে উপাচার্য নবীন শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, চবি বিজ্ঞান অনুষদের অন্তর্গত গণিত বিভাগ একটি সমৃদ্ধ বিভাগ। আধুনিক জ্ঞান–বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলতে হলে গণিত শাস্ত্রে দক্ষতা অর্জন অপরিহার্য। উপাচার্য এ লক্ষ্য অর্জনে নবীন শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে সম্মানিত শিক্ষকবৃন্দের আদেশ–উপদেশ মেনে যথাসময়ে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহবান জানান। তিনি শিক্ষার্থীদেরকে যে কোন নেতিবাচক কার্যক্রম থেকে দূরে থেকে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ–সুবিধার সদ্ব্যবহারের মাধ্যমে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে নবীনদের পক্ষে ফাউজিয়া ফাবিহা ও কাইয়ুম বিশ্বাস এবং বিদায়ীদের পক্ষে ফারজানা হক উর্মি বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপন করেন উক্ত বিভাগের শিক্ষার্থী তাসনিম আনিসা। প্রেস বিজ্ঞপ্তি।