চবি ক্লাবের বার্ষিক সাধারণ সভা

| শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের (ক্যাম্পাস) বার্ষিক সাধারণ সভা, বিদায় সম্মাননা ও অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
উপাচার্য বলেন, ক্যাম্পাস ক্লাব ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক-কর্মকর্তাদের অবসর সময়ের জন্য বিনোদনের অন্যতম একটি প্রাণকেন্দ্র। ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পারিক দেখা সাক্ষাৎ ও আলাপ-আলোচনার মাধ্যমে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়।
প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাবের সম্পাদক মুহম্মদ মামুন মোরশেদ ভূঁইয়া এবং ক্লাবের বার্ষিক অডিট প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ ফয়েজুল্লাহ। সভায় ক্লাবের সদস্যবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ মেয়রের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৮ জন