চবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ

৫ম সমাবর্তন ঘিরে নিরাপত্তা জোরদার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে। সমাবর্তনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচত্রপত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ সমাবর্তনে প্রায় ২৩ হাজার সমাবর্তী অংশ নেবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সাথে রাখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। যারা এখনো পরিচয়পত্র পাননি, যাদের পরিচয়পত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তারা প্রদত্ত পদ্ধতি অনুসরণ করে নতুন ডিজিটাল পরিচয়পত্রটি ইমেজ হিসেবে নিজ নিজ ফোনে অথবা প্রিন্ট করে সঙ্গে রাখতে পারবেন।এই পরিচয়পত্রের কিউআর কোড স্ক্যান করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ছাত্রত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল আইডি কার্ডের কার্যক্রম চলামান রয়েছে। ফলে শতভাগ শিক্ষার্থীর তথ্য এবং ২০১৯২০ ও তার আগের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ছবি আপডেট এখনো সম্পন্ন হয়নি। এজন্য ওয়েবসাইটের লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে। সেখানে নিজের আইডি, নিজের নাম ও পিতার নামের যেকোনো পরপর কমপক্ষে চার অক্ষর লিখে নির্দেশিত পন্থায় এগিয়ে গেলেই কার্ডটি সংগ্রহ করা যাবে। লেখার মাঝে দেওয়া স্পেস অক্ষর হিসেবে বিবেচিত হবে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন সারজিস আলম
পরবর্তী নিবন্ধঅস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত ও বিক্রি