চবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিনের নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদল। গতকাল সোমবার মিছিলটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে কাটা পাহাড় হয়ে জিরো পয়েন্ট অতিক্রম করে স্টেশন চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে ছাত্রদলের নতুন কমিটি গঠিত হওয়ার পর দুই ধাপে মিছিল করেছে ছাত্রদল। সদ্য ঘোষিত চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন, আমরা পদপদবীর তোয়াক্কা না করে চবির সবুজ আঙ্গিনায় শিক্ষা ঐক্য প্রগতি তথা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা সমুন্নত রেখে সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার থাকার পাশাপাশি চলমান এক দফা দাবি আদায়ের আন্দোলন তথা দেশ রক্ষার সংগ্রামে ভূমিকা পালন করতে অঙ্গীকারবদ্ধ। এর আগে গত ২৪ আগস্ট সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ও ১৬ আগস্ট মূল ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের নিয়ে ২ নম্বর গেট এলাকায় মিছিল করে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের অনুসারীরা। প্রসঙ্গত, গত ১১ আগস্ট দীর্ঘ ৭ বছর পর শাখা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে নিজেদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সর্বশেষ গত ১৩ আগস্ট ‘ত্যাগী এবং নির্যাতিত’ সহযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে নবগঠিত আংশিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন।

পূর্ববর্তী নিবন্ধমাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন সোলাইমান আলম শেঠ
পরবর্তী নিবন্ধঅপশক্তি মোকাবিলায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে