চবি কেন্দ্রে রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চবি প্রতিনিধি | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের চট্টগ্রাম অঞ্চলের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ও বিকাল দুই শিফটে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। প্রথম শিফটে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন জানান, ২০২৫২৬ শিক্ষাবর্ষের প্রথম পরীক্ষা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সকালের শিফটে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৩১১ জন এবং বিকালের শিফটে ছিল ৪ হাজার ৪২৩ জন। এর মধ্যে সকালের শিফটে উপস্থিত ছিলেন ৩ হাজার ৪৮৫ জন এবং বিকালের শিফটে উপস্থিত ছিলেন ৩ হাজার ৬২৭ জন পরীক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে
পরবর্তী নিবন্ধঈদে মেরাজুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ