রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ও আইবিএ ‘বি’ ইউনিটের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা চট্টগ্রাম অঞ্চলের চবি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছেন ২,৪৬৬ পরীক্ষার্থী। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চবি কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩ হাজার ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৪৬৬ জন।
পরীক্ষা চলাকালে বেলা ১১টায় কেন্দ্র পরিদর্শন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন রাবি ‘বি’ ইউনিটের চবি কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রাবি ‘বি’ ইউনিটের চবি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি রাবি ফাইনান্স বিভাগের প্রফেসর ড. এ এইচ এম জিয়াউল হক, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম এবং হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রভাষক মো. নাহিদ উদ্দিন।











