চবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। চবি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, মাননীয় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য শিক্ষকশিক্ষার্থী, কর্মকর্তাকর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাটহাজারী উপজেলা প্রশাসন ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ঢাবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবু নাসের মোহাম্মদ ইসতিয়াক ও ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জব্বার, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রমুখ। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, ২০২৫২৬ শিক্ষাবর্ষের প্রথম পরীক্ষা হিসেবে ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মোট ৩ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ৫৪৩ জন, উপস্থিতির হার ৯৮ শতাংশ।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক সমাজের স্থিতিশীলতা ও রাষ্ট্রের ভবিষ্যৎকে বিপন্ন করে
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে কর্পোরেট মিডিয়ার সংবাদ নিয়ে বিশ্বাসযোগ্যতার সঙ্কট বাড়ছে