ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত চবি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। পরিদর্শন শেষে তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
চবি কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম পরীক্ষা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মোট ৩ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৩ হাজার ৫৪৩ জন। উপস্থিতির হার ৯৮ শতাংশ।
চবি ক্যাম্পাস ছাড়াও চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্র হল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে। এ বছর প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী। গত বছর প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। গত বছর মোট আবেদন করেছিলেন ৪০ হাজার ৯৭৩ জন।











