চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দু’দিনব্যাপি চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্ট অধিনায়কের দায়িত্ব পালন করেন কৃতী ক্রীড়াবিদ মো. আলী রিমন এবং পতাকা বহন করেন মনোয়ারুল ইসলাম। প্রতিযোগিতায় মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন দুই কৃতী ক্রীড়াবিদ নুসরাত জাহান তৃণা ও মোহাম্মদ সজীব। উপাচার্য বিচারকবৃন্দের পক্ষে প্রধান বিচারক চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিনকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতী ক্রীড়াবিদ তামান্না মাহবুবকে শপথ বাক্য পাঠ করান। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় হলসমূহ হতে ৩৫টি ইভেন্টে ২৭৪ জন ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।