চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই এসোসিয়েশন অফ কানাডা ইনকের উদ্যোগে টরন্টো শহরের স্থানীয় এক মিলনায়তনে গত রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ খানের সঞ্চালনায় বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের উপদেষ্টা সৈয়দ এফ ফখরুদ্দিন ল্যান্ড একনোলেজমন্টে পাঠ করেন এবং গত দুই বছরে সংগঠনের প্রয়াত প্রাক্তনীদের স্মরণে শোক প্রস্তাব পেশের মাধ্যমে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদক বিগত মেয়াদের নানাবিধ কর্মকাণ্ড সম্বলিত লিখিত রিপোর্ট পেশ করেন। অতপর সংগঠনের কোষাধ্যক্ষ রাজীব কুমার ঘোষ আর্থিক প্রতিবেদন পেশ করেন।
সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদনের উপর প্রশ্ন–উত্তর পর্বে বিস্তারিত আলোচনা করেন চবির প্রাক্তন শিক্ষক ও উপদেষ্টা ড. শাহাদাত হোসেন খান, ড. সুজিত কুমার দত্ত, প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইলিয়াস মিয়া, উপদেষ্টা সৈয়দ এফ ফখরুদ্দিন, ড. আজিজুল হক, প্রাক্তন সভাপতি সমর পাল, সদস্য নাজমুল মুন্সী, ফরিদ উদ্দিন খান সিদ্দিকী, কাজী আবদুল বাসিত, জহিরুল হক চৌধুরী, নাসিমা খানম নীলু ও শামসুদ্দিন খালেদ সেলিম। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ উত্থাপিত রিপোর্ট দুইটি অতপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
মধ্যাহ্ন ভোজনের বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মো. ইলিয়াস মিয়া ও নির্বাচন কমিশনার ড. এ টি এম জামাল উদ্দিন ও বাহাউদ্দিন রতন শামসুদ্দিন খালেদ সেলিম সভাপতি, রাজিব কুমার ঘোষ সাধারণ সম্পাদক ও নাসিমা বেগম লাভলীকে কোষাধ্যক্ষ হিসেবে নব গঠিত ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদের (২০২৫–২০২৭) নাম ঘোষণা করেন।
২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ নিম্নরূপ : সভাপতি শামসুদ্দিন খালেদ সেলিম, সহ–সভাপতি সুধান কুমার রায়, সহ–সভাপতি শরীফা কামাল মশী, সহ–সভাপতি সৈয়দা সেলিনা সারওয়ার, সহ–সভাপতি সরওয়ার জামান, সহ–সভাপতি এ কে এম খোরশেদ খান, সাধারণ সম্পাদক রাজিব কুমার ঘোষ , যুগ্ম সম্পাদক বিশ্বজিত পাল, যুগ্ম সম্পাদক জি এস আকন্দ মাসুম, যুগ্ম সম্পাদক জহিরুল হক চৌধুরি, যুগ্ম সম্পাদক দেবরাজ বিশ্বাস, যুগ্ম সম্পাদক তানভীর রিয়াজী আলম, কোষাধ্যক্ষ নাসিমা বেগম লাভলী, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা, আপ্যায়ন সম্পাদক মাসুম চৌধুরি, জনসংযোগ সম্পাদক ফেরদৌসী সুলতানা মুন্নি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী আবদুল বাসিত, অভিবাসন ও বসতি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কোরেশী টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সমাজসেবা সম্পাদক শাহিদা সুলতানা জুলেখা, সদস্য শফিউদ্দিন আহমদ, সদস্য সমর পাল, সদস্য নাজমুল মুন্সি, সদস্য অনুপ সেনগুপ্ত, সদস্য বাহাউদ্দিন আহমেদ বাহার, সদস্য সনৎ বড়ুয়া, সদস্য তাপস ভট্টাচার্য, সদস্য তানভী হক।
সংগঠনের প্রবীণতম সদস্য ধূর্জটি চন্দ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সব্যসাচী চক্রবর্তী, আশীষ বড়ুয়া, ইকবাল মোহাম্মাদ ফাত্তাহ, ড. মিজানুর রহমান, ড. মোজাম্মেল হক, শফিক তরফদার, আমজাদ হোসেন, নাসির আহমেদ, মো. আতিকুল হকসহ বিপুল সংখ্যক প্রাক্তনী, শিক্ষক ও উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।












