চবি এলামনাই এসোসিয়েশনের ব্যাচ প্রতিনিধি সভা

ঈদ আনন্দ উৎসব

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে গতকাল ১৪ মে শনিবার সন্ধ্যে ৭টায় সংগঠনের চারুকলাস্থ কার্যালয়ে ব্যাচ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মাহজারুল হক শাহ। সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ব্যাচ প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, মাসুম আহম্মেদ, চৌধুরী রিয়াদ, শাহানা আকতার, আব্দুল্লাহ আল ফারুক, মো মাসুম, হোসাইন মারুফ ইমতিয়াজ, সাইফুল ইসলাম, গোলাম মোস্তফ সুমন, কামাল উদ্দিন, নুরুন নবী, জাহাংগীর আলম, তসলিম নেওয়াজ, এরফান সাজ্জাদ, রুবাইদা আফসানা, আসহাদুল আলম, কামরুল তমাল, তারেক ইফতেকার ইতু, আজাদ বুলবুল, আবু সাইদ প্রমুখ। বক্তারা আগামী ২০ মে জিইসি কনভেনশন সেন্টারে ঈদ আনন্দ উৎসব সফল করতে বিভিন্ন প্রস্তাব ও তাদের ব্যাচ থেকে সবধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্মদক্ষতা মূল্যায়নে ১০ সার্জেন্ট পেলেন পুরস্কার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইউপি সদস্যসহ ৫ জন গ্রেপ্তার