খাবার দোকানে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই উপপক্ষ বিজয় ও সিক্সটি নাইন।
এতে ৩ জন আহত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৩ টার দিকে সংঘর্ষে জড়ায় এই দুই উপপক্ষ। খাবারের দোকানে দুই ছাত্রনেতার কথা-কাটাকাটির মধ্য দিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
বিবাদমান গ্রুপের দুটির মধ্যে বিজয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। যার নেতৃত্বে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের (১৫-১৬) সেশনের শাখাওয়াত। অন্যদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন চৌধুরীর অনুসারী সিক্সটি নাইন। যার নেতৃত্বে রয়েছে সাঈদ ও মিজান।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টটিরায় বডি ও পুলিশ ঘটনাস্থালে এসে দুই পক্ষকে হলে পাঠিয়ে দেয়।