চবি উপাচার্যের সাথে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

সিংগাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এস এম মনিরুল হাসান ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ফের জীপসহ জ্বালানি কাঠ জব্দ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ২০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার