চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ মারাঁ স্যু গতকাল বৃহস্পতিবার উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় রাষ্ট্রদূতের স্ত্রী মারি কারোলিন সঁ লিচ্, আলিয়ঁস ফ্রসেজের পরিচালক ড. সেলভাম থোরেজ, উপ-পরিচালক ড. গুরুদাস চক্রবর্তী ও কোর্স ডাইরেক্টর আশীষ কুমার সেন উপস্থিত ছিলেন। এছাড়াও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, আইন বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসির উদ্দিন, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া এবং সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমের চলমান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করেন। বিশেষকরে বাংলাদেশসহ বিশ্বব্যাপি করোনাভাইরাসের মহামারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল কৃতি গবেষক কর্তৃক অতি সম্প্রতি করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং উদ্ভাবনের বিষয়ে অতিথিবৃন্দকে অবহিত করেন। তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতীম রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ফ্রান্সের অংশীদারিত্ব প্রশংসনীয়।
তিনি আরো বলেন, বিশ্বের আধুনিক বিশ্ববিদ্যালয়সমূহের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের সমঝোতা চুক্তি রয়েছে। তারই আলোকে ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বাস্তবায়িত হলে উভয় দেশের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দের জ্ঞান-গবেষণার ক্ষেত্র আরও সমৃদ্ধ হবে বলে উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন। ফ্রান্সের রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিদর্শন করেন। তিনি উপাচার্যের শিক্ষা-গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের আগ্রহ দুদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার পরিধি আরও সম্প্রসারিত হবে মর্মে মত প্রকাশ করেন। এ বিষয়ে দুদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা (গঙট) চুক্তি সম্পাদনের সম্ভাব্যতা শুরু করার বিষয়ে অভিমত প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।