যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটিভ বায়োলজির বিভাগীয় প্রধান প্রফেসর মার্ক ভিনে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আকতার হোসেন এবং মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এ এইচ এম রায়হান সরকার ।
উল্লেখ্য, প্রফেসর মার্ক ভিনে গত এক মাস ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।