চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে গ্রিস আইওনিয়ান বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা, অনুবাদ ও দোভাষী বিভাগের অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স ও ইন্টারকালচারাল কমিউনিকেশনের প্রফেসর ড. ইয়োআনিস ডি. কারাস গতকাল সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, সহযোগী অধ্যাপক ইব্রাহিম হোসেন ও প্রভাষক তানজিমা তাহরিন কনক উপস্থিত ছিলেন।
উপাচার্য ভিজিটিং প্রফেসরকে চবির বিভিন্ন ফ্যাকাল্টির একাডেমিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। ভিজিটিং প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উন্নয়নে তার সর্বোচ্চ প্রয়োগের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রফেসর ড. ইয়োআনিস ডি. কারাস ইরাসমাস প্রোগ্রামের ইনস্টিটিউশনাল কো–অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন। এ সময় তিনি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ও স্টুডেন্ট এক্সচেঞ্জ বিষয়ে লেকচার প্রদান করবেন। প্রেস বিজ্ঞপ্তি।