চবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের প্রফেসর মার্ক ভিনের সাক্ষাৎ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটির প্রফেসর মার্ক ভিনে। গতকাল বুধবার উপাচার্য দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. এ এইচ এম রায়হান সরকার।

সাক্ষাৎকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। শিক্ষকশিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং উচ্চশিক্ষা বিষয়ে পারস্পরিক সহযোগিতা সমপ্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে চবি উপাচার্য বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। অনেকগুলো দেশের সাথে যৌথভাবে আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণামূলক কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধফটিকছড়ির ইউএনওর সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা