চবি উপাচার্যের সঙ্গে মেরিন সায়েন্স ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলনে আগত গবেষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস আয়োজিত ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশন: সেইফগার্ডিং ওশান হারমোনি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে চীন, রাশিয়া ও পাকিস্তান থেকে আগত গবেষকবৃন্দ উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল সোমবার উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সাক্ষাৎকালে গবেষকবৃন্দ বাংলাদেশ ও চীন, রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি চবির সঙ্গে শিক্ষকশিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বৃদ্ধির দিকগুলো নিয়ে আলোচনা হয়। উপাচার্য বলেন,আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি ও গবেষণার পরিবেশ সমৃদ্ধ করতে কাজ করছি। ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ গবেষণার কার্যক্রম চলছে। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক দিকগুলো অতিথিদের সামনে তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথ গবেষণায় আগ্রহ প্রকাশ করেন। শেষে অতিথিদের চবি ক্যাম্পাস ঘুরে দেখেন ও ক্যাম্পাসের সৌন্দর্য, পরিবেশ দেখে মুগ্ধ হন। এছাড়া অতিথিবৃন্দ ক্যাম্পাসের ‘ওশান স্যাটেলাইট’সহ বিভিন্ন সুবিধা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। আগত অতিথিদের মধ্যে ছিলেন চীনের কিং হি, জিউজেন লি, নিং ঝাও, ইং উ, লিজুন হে, ওয়াং ইউশাও, চেং হাও, চি জিয়ানওয়েই, লুও চুয়ানসিউ, এসইউ জিয়াং, লিউ ওয়েইউই, লিউ জিয়াক্সিং; রাশিয়ার ড. পাভেল সেমকিন; এবং পাকিস্তানের মালিহা জেবা খান, আমনা মরিয়ম ও জাওয়ারিয়া আতিক। উপস্থিত ছিলেন চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন, প্রফেসর ড. এস.এম. শরীফুজ্জামান, . জুয়েল দাশ ও নায়না ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার সমপ্রীতি ও নিরাপত্তা রক্ষা করা আমার দায়িত্ব
পরবর্তী নিবন্ধওমরগণি এমইএস এক্স ক্যাডেট ফোরামের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন