চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের দুই প্রফেসর। গতকাল উপাচার্য দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে অংশ নেন পাকিস্তানের ইউনিভার্সিটি অব দ্য পাঞ্জাবের ওরিয়েন্টাল কলেজের ইনস্টিটিউট অব উর্দু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের প্রফেসর ড. বশিরা আমব্রিন এবং লাহোরের ইউনিভার্সিটি অব এডুকেশনের প্রফেসর ওয়াহিদুর রহমান।এর আগে আগত অতিথিরা উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন। এ সময় যৌথ গবেষণা এবং ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা সমপ্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উপাচার্য বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। অনেকগুলো দেশের সাথে যৌথভাবে আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণামূলক কাজ করছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যদিকে আগত অতিথিরা চবির সঙ্গে যৌথভাবে গবেষণামূলক কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড.এ.কে.এম. মাহফুজুল হক, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ.জি.এম. নিয়াজ উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আক্তার এবং পাকিস্তান হাই কমিশনের এসিস্ট্যান্ট প্রোটোকল অফিসার মো. আনোয়ার।












