চবি উপাচার্যের সঙ্গে জাপানের গবেষক দলের সৌজন্য সাক্ষাৎ

চবি প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সঙ্গে জাপানের দুই বিশিষ্ট গবেষক এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চবি উপাচার্য দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কেইসাকু হিগাশিদা (স্কুল অব ইকোনমিঙ, কানসেই গাকুইন বিশ্ববিদ্যালয়, হিয়োগো) এবং সহযোগী অধ্যাপক ড. ইউকি হিগুচি (ফ্যাকাল্টি অব ইকোনমিঙ, সোফিয়া বিশ্ববিদ্যালয়, টোকিও)। এসময় তারা বাংলাদেশ ও জাপানের মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় দুই দেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষকশিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং পরিবেশ ও বনসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা সমপ্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, “আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। ইতোমধ্যে অনেক দেশের সঙ্গে যৌথভাবে গবেষণামূলক কাজ চলছে। আমাদের চিন্তা সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও গবেষণার উন্নয়নে নিবেদিত।” তিনি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক দিক তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে অতিথিরা ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সফরটি সমন্বয় করেন চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক এবং ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধপিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে
পরবর্তী নিবন্ধপ্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা