চবি উপাচার্যের সঙ্গে আল-আজহার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

মিশর আলআজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর ড. ইবরাহীম সালাহ আলসৈয়দ সোলায়মান আলহুদ হুদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক গবেষণা একাডেমির বৈদেশিক শিক্ষার্থী প্রশাসনিক প্রধান মাহমুদ আহমেদ শাহাত আলসাগির চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত সাক্ষাতে উপস্থিত ছিলেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, আরবী বিভাগের প্রফেসর ড. আ ম কাজী মুহাম্মদ হারুনউররশীদ, প্রফেসর ড. মোহাম্মদ জাফর উল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, শাহজাদা সৈয়দ এরফানুল হক, শেখ এস.এম. ফোরখান, আবুল মনছুর সিকদার, সৈয়দ মো সাইদুল হক খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি শাটল ট্রেনে আহত শিক্ষার্থীদের পাশে ছাত্রদল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে লায়ন ইমরানের সহযোগিতায় ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি