চবি উপাচার্যের কাছে সিইউসিবিএর চেক হস্তান্তর

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০৭ অপরাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) ইভিনিং এমবিএ গ্রোগ্রামের টিউশন ফি বাবদ প্রাপ্ত ১ কোটি ৩ লক্ষ ১২হাজার ৫’শ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। গত ১০ আগস্ট নগরীর একটি রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চবি উপাচার্য ও সেন্টারের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. শিরীণ আখতারের কাছে হস্তান্তর করেন সিইউসিবিএর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দীন। এসময় চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও গভর্নিং বডির সহ সভাপতি প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামীসহ পর্ষদের অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবি সিন্ডিকেট সদস্য, অনুষদের প্রাক্তন ডিন, সেন্টারের প্রাক্তন পরিচালক, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত), পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক), ডেপুটি রেজিস্ট্রার (তথ্য)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও থানা প্রশাসন ও আবাসিক এলাকা কল্যাণ সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম ধোপাছড়ি পরিদর্শনে এমপি নজরুল