চবি উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের জন্য এম এ গফুর গবেষণা বৃত্তি চালু

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ‘প্রফেসর ড. এম এ গফুর শিক্ষা ও গবেষণা বৃত্তি’ চালু হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম ব্যাচের ছাত্র ও বিভাগের শিক্ষক (অবসরপ্রাপ্ত) প্রফেসর ড. এম এ গফুর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এ বৃত্তি চালু করেন। তিনি বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলমের কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ হারুনউররশীদ, প্রফেসর অনিমেষ বিশ্বাস, প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন, বিভাগের শিক্ষক ও জামালপুর বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপশ্চিম টইটং রহমানিয়া মাদ্রাসায় বার্ষিক সভা