চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের ‘রোল অব বোটানিস ইন এনভায়রনমেন্ট কনজারভেশন’ শীর্ষক এক সেমিনার গত ২৬ মে পটিয়ার বিটায় অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিতত্ব করেন আজিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এম এ গফুর। মূল প্রবন্ধ পাঠ করেন বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন ।
মুল প্রবন্ধের উপর আলোচনা করেন প্রফেসর সুচারু বিকাশ বড়ুয়া, জালাল উদ্দিন আকবর, প্রফেসর হামিদুল হোসাইন সিদ্দিকী, প্রফেসর সালেহ আহমদ পাটোয়ারী, শাহ–ই–আলম, মো. মুছা, ফরিদা ইয়াসমিন পান্না, প্রফেসর ড. পার্থ প্রতিম ধর, অধ্যক্ষ মো. আবু তৈয়ব, আমিনুল ইসলাম, প্রফেসর ড. কাজী মেজবাউল আলম, সাফায়েত উল্লাহ প্রমুখ। তারা সবাই নিজ নিজ অবস্থান ও পেশা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে সচেতনতা বাড়াতে উদ্ভিদ বিজ্ঞানীদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। সেমিনার শেষে এনভায়রোমেন্টাল ফোরাম অব বোটানিস নামে একটি পরিবেশীয় ফোরাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রফেসর ড. এম এ গফুর কে আহ্বায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।