চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির পুনর্মিলনী আগামী ১৮ জানুয়ারি ক্যাম্পাসের জারুল তলায় অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি থাকবেন প্রো–ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো–ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন এবং ইসলামের ইতিহাস বিভাগের সভাপতি মুহিউদ্দিন আহমদ।
কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধন, র্যালি, ইভেন্টস্ কার্যক্রম, আড্ডা সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠান সফল করার জন্য সমিতির জীবন সদস্য, বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, আমন্ত্রিত বর্তমান শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে সমিতির সভাপতি জামাল মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম ও আহ্বায়ক ওমর ফারুক হোসাইনী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।