চবি ইসলামের ইতিহাস বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির আলোচনা সভা

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রমাদানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল গত ২৬ মার্চ চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী নির্বাহী সদস্য আহম ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্বব্যিালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ ও প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। সম্মানিত অতিথি ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ শওকত আলী নূর, প্রাক্তন সহ সভাপতি অধ্যাপক মো. জসিম উদ্দীন খান, সমিতির পৃষ্ঠপোষক মোহাম্মদ হারুনুর রশীদ, বিভাগের সহযোগী অধ্যাপক তাসনুভা রহমান শীলা, এ কে এন আকতার কামাল চৌধুরী প্রমুখ। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, সহ সভাপতি ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম, আ ন ম নাসির উদ্দিন, ওমর ফারুক হোসাইনী, অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, তথ্য, সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোস্তফা নাজমুল কাউসার আরমান, মুহাম্মদ নুরুল বশর রাসেল, মুহাম্মদ আইয়ুব আলী, এ এম রমিজ আহমদ ও মো. দেলোয়ার হোসাইন প্রমুখ। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান আলোচক প্রফেসর ড. মুহাম্ম গিয়াস উদ্দিন তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিতু খুনের মামলায় সাক্ষ্য দিলেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
পরবর্তী নিবন্ধ‘ফেলুবক্সী’তে লাবণ্য আসবে যেভাবে